বিজ্ঞপ্তিঃ- রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা বালু মহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি দিলসাদ বেগম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন:- রাজবাড়ী জেলার (১) চর জাজিরা, (২) ফুরসাহাট, (৩) নয়নসুখ, (৪) পাতুরিয়া (৫) চর নরসিংহদিয়া ও (৬) খাস চরপদ্মা মৌজার বালুমহাল বাংলা ১৪২৭ সনের ১ বৈশাখ হতে ৩০ চৈত্র পর্যন্ত সময়ের জন্য শর্ত সাপেক্ষে ইজারা প্রদানের নিমিত্ত রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে তালিকাভুক্ত আগ্রহী ঠিকাদার/ প্রতিষ্ঠা¬নের নিকট হতে নির্ধারিত ফরমে সীলমোহরকৃত দরপত্র আহবান করা যাচ্ছে। আবেদন ফরম দাখিলের জন্য আগামী ২৭/০২/২০২০, ১০/০৩/২০২০ ও ১৯/০৩/২০২০ খ্রি. তারিখ ধার্য করা হয়েছে। উল্লিখিত দরপত্র দাখিলের নির্ধারিত দিনের ০৭(সাত) দিন পূর্ব হতে দরপত্র দাখিলের পূর্বদিন অফিস চলাকালীন পর্যন্ত বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ, ঢাকা, জেলা প্রশাসকের কার্যালয়ের এস, এ শাখা এবং রাজবাড়ী সদর/কালুখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে জেলা প্রশাসক, রাজবাড়ী এর অনুকূলে অফেরতযোগ্য ১,০০০/-(এক হাজার) টাকার ব্যাংক ড্রাফ্ট/পে-অর্ডার জমা দিয়ে দরপত্র সংগ্রহ করা যাবে। দরপত্র দাখিলের তারিখে দুপুর ১.০০টা পর্যন্ত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), রাজবাড়ী এর অফিস কক্ষে রক্ষিত বাক্সে দরপত্র ড্রপ করা যাবে এবং একই দিন দুপুর ২.০০ টায় দরদাতাদের উপস্থিতিতে (যদি কেউ উপস্থিত থাকেন) দরপত্র খোলা হবে। কোন কারণে ২৭/০২/২০২০ খ্রি. তারিখে বালুমহালটি ইজারা প্রদান করা সম্ভব না হলে দরপত্র বিজ্ঞপ্তিতে বর্ণিত পরবর্তী তারিখে পুনঃ দরপত্র গ্রহণ করা হবে। বিস্তারিত তথ্য অফিস চলাকালীন জেলা প্রশাসকের কার্যালয়ের এস, এ শাখা হতে জানা যাবে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।