বাংলাদেশকে গড়তে হলে জাতীর পিতার জীবনী সম্পর্কে জানতে হবে
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ ,৮ ফেব্রুয়ারি, ২০২০ | আপডেট: ১০:৫৮ অপরাহ্ণ ,৮ ফেব্রুয়ারি, ২০২০
এস.এম হিরা।। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী বলেছেন- বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। সোনার বাংলা গড়তে হলে দেশ থেকে দূর্নিতী মূক্ত করতে হবে। দুর্নিতী মুক্ত বাংলাদেশ গড়া কারো একার দ্বারা সম্ভব নয়, সকলে মিলে একসঙ্গে কাজ করতে হবে। কোন উন্নয়ন মূখী কাজ একার দ্বারা সম্ভব নয়, আসুন সকলে মিলে দেশ উন্নয়নে এক সঙ্গে কাজ করি।
৮ ফেব্রুয়ারি-২০২০ শনিবার সকাল সারে ১০.টার সময় রাজবাড়ী জেলা প্রশাসক সম্মেলনকক্ষে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অসমাপ্ত আত্নজীবনী ও কারাগারের রোজনামচা বই এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন তিনি।
তিনি বলেন- বাংলাদেশকে গড়তে হলে জাতীর পিতার সম্পর্কে জানতে হবে, সকলকে এদেশ ও দেশের স্বাধীনতা সম্পর্কে জানতে।বঙ্গবন্ধু বেঁচে থাকলে আজ তার বয়স হতো ১শত বছর। সারাদেশেই মুজিব শতবার্ষিকী উদযাপন হবে, আমি চাইব রাজবাড়ী জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মুজিব শতবার্ষিকী উদযাপন হোক।
অনুষ্ঠানে, রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের সঞ্চালনায়- বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার মুশফিকুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, জেলা আওয়ামী লীগের বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস.এম নওয়াব আলী।
বক্তারা সকলে মহান স্বাধীনতার মহানায়ক- বাংলাদেশের স্থপতি- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-দর্শন নিয়ে আলোচনা করেন।
এ অনুষ্ঠানে, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আবুল হোসেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুবায়েত হায়াত শিপলু, গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, জেলা আওয়ামী লীগের সম্পাদক প্রচার সম্পাদক এ্যাড. রফিকুল ইসলামসহ জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্তিত ছিলেন।
আলোচনাসভা শেষে- (১) গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ, (২) গোয়ালন্দ প্রপার হাইস্কুল, (৩) সুরাজমোহিনী ইন্সটিটিউট (৪) তমিজউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়, (৫) বসন্তপুর কোঅপারেটিভ হাইস্কুল (৬) চাঁদপুর হাইস্কুল এবং (৭) ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের অনুকুলে প্রতিষ্ঠান প্রধানের হাতে ৭টি ল্যাপটপ ও ছাত্র-ছাত্রীদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অসমাপ্ত আত্নজীবনী ও কারাগারের রোজনামচা বই তুলে দেন অতিথিরা।