আজ : বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অপহৃত ব্যবসায়ী উদ্ধারসহ ২ অপহরণকারী আটক করলো পটুয়াখালী র‌্যাব


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ ,৮ ফেব্রুয়ারি, ২০২০ | আপডেট: ৬:২৬ অপরাহ্ণ ,৮ ফেব্রুয়ারি, ২০২০
অপহৃত ব্যবসায়ী উদ্ধারসহ ২ অপহরণকারী আটক করলো পটুয়াখালী র‌্যাব

স্টাফ রিপোর্টার।। এক ব্যবসায়ীকে অপহরণ পূর্বক ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবির অভিযোগে ২ জন অপহরণকারীকে আটক ও অপহৃতকে উদ্ধার করেছে পটুয়াখালী র‌্যাব-৮। ‌এ সময়, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপর ১ অপহরণকারী কৌশলে পালিয়ে যায়।

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে- ৭ ফেব্রুয়ারি-২০২০ শুক্রবার রাত ১০.টা হতে অভিাযান চালিয়ে ৮ ফেব্রুয়ারি শনিবার ভোর ৫.টা সময় পটুয়াখালী জেলার সদর থানা ও বাউফল থানা এলাকা হতে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তিরা হলো- পটুয়াখালী জেলা সদরের গেরাখালী (৯নং ওয়ার্ড) গ্রামের রুহুল আমিনের ছেলে মোঃ মিরাজ হোসেন (২৫) সে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারি এবং বরিশাল জেলার উজিরপুর উপজেলার কেশবকাঠি গ্রামের মৃত আলী হোসেন হাওলাদারের ছেলে মোঃ খোকন হাওলাদার (২৮)। পলাতক ব্যাক্তি হচ্ছে- পটুয়াখালী জেলা সদরের গেরাখালী (৯নং ওয়ার্ড) গ্রামের মোঃ শাহ্ আলমের ছেলে মোঃ সাইফুল ইসলাম @  সাইদুল (২৫)।

ঘটনার বিবরণে জানা যায় যে, গত ৪ ফেব্রুয়ারি-২০২০ তারিখ সন্ধ্যার সময় ভিকটিম পটুয়াখালী জেলা সদরের মরিচবুনিয়া (৪নং ওয়ার্ড) গ্রামের মৃত আর্শেদ গাজীর ছেলে মোঃ শাহজাহান গাজী (৫০) কে শরীয়তপুর জেলার জাজিরা থানা এলাকা হতে অপহরণ করে অভিযুক্ত অপহরণকারীরা ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। এ সংক্রান্তে ভিকটিমের স্ত্রী বাদি হয়ে পটুয়াখালী সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন এবং অপহৃত ভিকটিমকে উদ্ধারে র‌্যাবের সহযোগিতা কামনা করেন। তদপ্রেক্ষিতে পটুয়াখালী র‌্যাব-৮ ভিকটিমকে উদ্ধার সহ অপহরণকারীদেরে আটক করে।

উদ্ধারকৃত ভিকটিম ও আটককৃত আসামীদের পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়।

Comments

comments