মানিকগঞ্জ সংবাদদাতা॥ মালিক সমিতির নামে প্রভাবশালী মহল কতৃক সিএনজি-আটো থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।
৩ ফেব্রুয়ারি-২০২ সোমবার দুপুর ১২.টার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর-শ্যামগঞ্জ সড়কের কুস্তা সিএনজি-আটো স্টেশনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় শ্রমিকেরা জানায়- দীর্ঘ দিন ধরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বরংগাইল-নাগরপুর, ঘিওর-শ্যামগ্ঞ্জ ও ঘিওর টেপড়া এই তিনটি সড়কে প্রায় সহস্রাধিক সিএনজি-আটো থেকে লক্ষ লক্ষ টাকা প্রতিদিন মালিক সমিতির নামে প্রভাবশালী মহল চাঁদাবাজি করছে। আর এর প্রতিবাদ করলে বিভিন্ন ধরনের হয়রানির স্বীকার হতে হয়। আমরা এই চাঁদাবাজি বন্ধের দাবি জানাই, সেই সাথে প্রশাসনের হস্তক্ষেপ কামরা করছি।
এক সিএনজি চালক বলেন, সিএনজি থেকে চাঁদাবাজি শুধু নামে নয়, বেনামেও চাঁদাবাজি করছে, আমরা এই চাঁদাবাজি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামরা করছি। আমরা এই চাঁদাবাজি থেকে রেহাই চাই।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।