আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাটিচাপার পরিবর্তে যৌনকর্মি হামিদার দাফন সম্পন্ন! দৌলতদিয়া পতিতালয়ে চিত্র পাল্টেছে


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ ,৪ ফেব্রুয়ারি, ২০২০ | আপডেট: ১১:৩৬ পূর্বাহ্ণ ,৫ ফেব্রুয়ারি, ২০২০
মাটিচাপার পরিবর্তে যৌনকর্মি হামিদার দাফন সম্পন্ন! দৌলতদিয়া পতিতালয়ে চিত্র পাল্টেছে

মোঃ আলমাস আলী ॥ দৌলতদিয়া পতিতা পল্লীর যৌনকর্মী হামিদা (৬০) গত ২রা ফেব্রুয়ারী-২০২০ রোববার ঢাকার সাভারের এনাম মেডিক্যাল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। বেশকিছুদিন তিনি নানাবিধ রোগে ভুগছিলেন। ওসি আশিকুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় গত রবিবার পতিতা পল্লীর নিজস্ব কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এ সমম, উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান, ইউপি সদস্যসহ এলাকার প্রায় দুই শতাধিক লোকজন। এ সময় ওসি বলেন, সুদখোর লোকের জানাজা করতে যদি অসুবিধা না থাকে তবে যৌনকর্মীর দাফন করতে অসুবিধা কোথায়।

সূত্রে জানাযায়, ইতোপূর্বে এই পল্লীতে কোন কর্মী মারা গেলে, দাফন কাফন ছাড়াই মাটিচাপা দেয়া হতো। ২ রা ফেব্রুয়ারি-২০২০ রোববার হতে যৌনকর্মী মৃত হামিদার দাফনের মধ্যেদিয়ে পাল্টে গেল অপসংস্কৃতি মাটিচাপার নিয়ম। এখন থেকে কোন কর্মী মারা গেরে তাকে দাফন করা হবে।

Comments

comments