স্টাফ রিপোর্টার।। এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ১ জন সক্রিয় সদস্যকে আটক করেছে ফরিদপুর র্যাব-৮।এ সময় আটককৃত ব্যক্তির নিকট থেকে ভুয়া প্রশ্নপত্র ফাঁস কাজে ব্যবহৃত ১টি মোবাইল সেট জব্দ করা হয়।
আটককৃত ব্যাক্তি- ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার ভাটি লক্ষীপুর গ্রামেরখ ন্দকার আমিনুর রহমানের ছেলে খন্দকার আশরাফুল জান্নাহ (১৭)।
৩ ফেব্রুয়ারি-২০২০ সোমবার রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ভাটি লক্ষীপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
উল্লেখ্য, অভিযুক্ত খন্দকার আশরাফুল জান্না মোবাইল প্রযুক্তি ব্যবহারে অত্যন্ত দক্ষ। সে অসত্য তথ্য দিয়ে Warnix Farnil ও Khondoker Filix নামক দুইটি ভূয়া ফেসবুক এ্যাকাউন্ট খুলে, উক্ত ফেসবুক আইডি এবং ম্যাসেঞ্জারে মাধ্যমে এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র অর্থের বিনিময়ে সরবরাহ করার নিমিত্তে অনলাইন ভিত্তিক বেশ কয়েকটি ফেসবুক গ্রুপে প্রচারনা চালায়। অভিযুক্ত আসামী ফেসবুকের মাধ্যমে চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে দেওয়ার আশ্বাস দিয়ে অনেকের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে স্বীকার করে যে, সে চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সাথে জড়িত।
এ ব্যাপারে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় ‘‘পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন’’ ১৯৮০ এর ৪(ক)/৪(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।