সমির কান্তি বিশ্বাস।। সরকারি শুল্ক ও কর ফাঁকি দিয়ে পাচার কালে ৭২টি টাচ্ মোবাইল উদ্ধারসহ আতিয়ার রহমান রঞ্জু (৩৯) নামের এক চোরাকারবারিকে আটক করেছে রাজবাড়ী ডিবি পুলিশের এক যৌথ অভিযানিক দল। উদ্ধারকৃত মোবাইলের বর্তমান বাজার মূল্য অনুমান ১৯,৭১,০০০/- টাকা।
জানা গেছে, ১লা ফেব্রুয়ারি-২০২০ শনিবার সকাল সারে ৬.টার দিকে রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোঃ ওমর শরীফের নেতৃত্বে ইন্সপেক্টর মোঃ জিয়ারুল ইসলাম, এসআই জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, এএসআই মোঃ মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করে দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন মা জননী খাবার হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর হতে পূর্বাশা যাত্রীবাহি বাস ঢাকা- মেট্টো -ব-১১-৫৩২০ থেকে আতিয়ার রহমান পিং-মৃত আব্দুর রহমান, রামনগর, দামুরহুদা, চুয়াডাঙ্গা নামের এক ব্যক্তিকে ডিবি পুলিশ আটক করে এসময় ঐ বাস তল্লাশি চালিয়ে কালো রংয়ের একটি ব্যাগের মধ্যে থেকে সর্ব মোট ৭২টি মোবাইল ফোন উদ্ধার করে। যার বর্তমান বাজার মূল্যে ১৯,৭১,০০০/- টাকা।
আটককৃত আসামীর বিরুদ্ধে এএসআই মোঃ মেহেদী হাসান বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় স্পেশাল পাওয়ার এ্যাক্ট' ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫-বি(বি) ধারায় মামলা দায়ের করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।