৪টি বন্দুক, ১০টি গুলি, তলোয়ার ও চাপাতিসহ মাদারীপুরে ৫ ডাকাত আটক
প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ ,২ ফেব্রুয়ারি, ২০২০ | আপডেট: ২:৩৮ পূর্বাহ্ণ ,৩ ফেব্রুয়ারি, ২০২০
স্টাফ রিপোর্টার।। আগ্নেয় অস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত অস্ত্রধারী ডাকাত দলের সক্রিয় ৫ সদস্যকে আটক করেছে মাদারীপুর র্যাব। এসময় তাদের নিকট হতে কাঠের বাটযুক্ত ২টি একনালা বন্দুক, কাঠের বাটযুক্ত ২টি দেশীয় ওয়ান শুটারগান, ১০ রাউন্ড কার্তুজ, লোহার হাতলসহ ২টি তলোয়ার ও ২টি লোহার চাপাতি উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে, ১ লা ফেব্রুয়ারি-২০২০ (শুক্রবার দিবাগত) শনিবার রাত ৩.টা ৪৫ মিনিটের সময় মাদারীপুর জেলার সদর উপজেলার সাবেক গবিন্দপুর গ্রামের হাজী আঃ সালাম বেপারীর কলা বাগানের ভিতর অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- বরগুনা জেলা সদরের ঘটবাড়ীয়া গ্রামের মৃত মোতালেব আকন্দর ছেলে সেলিম আকন্দ (৪২), গুলবুনিয়া গ্রামের মৃত খবির মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা ( ৩৬), জাকিরতবক গ্রামের আলতাফ হোসেনের ছেলে নিজাম চৌকিদার (৩৭), মাদারীপুর জেলা সদরের পুটিয়া গ্রামের সোবহান ফকিরের ছেলে আলা উদ্দিন ফকির (২৭) ও গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার হাসুয়া গ্রামের হারুন কাজীর ছেলে জাহাঙ্গীর কাজী (২৮)।
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জনতার মেইল.কম কে জানান- মাদারীপর জেলার সদর থানাধীন সাবেক গোবিন্দপুর সাকিনস্থ হাজী আঃ সালাম বেপারীর জমির কলা বাগানের ভিতর দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংঘবদ্ধ ডাকাত দলের কতিপয় সদস্য স্থানীয় ডাকাত দলের সদস্যদের সহায়তায় ডাকাতি করার উদ্দেশ্যে অস্ত্র সশস্ত্র সজ্জিত হয়ে ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ধৃত আসামীদেরকে উদ্ধারকৃত অস্ত্র, গুলি, তলোয়ার ও চাপাতিসহ মাদারীপুর জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর মডেল থানায় একটি অস্ত্র আইনে এবং একটি ডাকাতির প্রস্তুতি গ্রহণ করার মামলা দায়ের করা হয়েছে।