রাজবাড়ীতে গাড়ির হেড লাইটে কালি লেপন কর্মসূচি অনুষ্ঠিত
প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ ,৩১ জানুয়ারি, ২০২০ | আপডেট: ১১:০২ অপরাহ্ণ ,২ ফেব্রুয়ারি, ২০২০
ডিএম ফাহিমুর রহমান।। ‘হেড লাইটে কালি নাই তো, তেল নাই’ প্রতিবাদ্যে রাজবাড়ীতে জাগ্রত ব্যবসায়ী ও জনতা’র আয়োজনে গাড়ির হেড লাইটের উপরের অংশে কালি লেপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারি-২০২০ বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ের স্বপ্তবর্ণা ফিলিং ষ্টেশনে জাগ্রত ব্যবসায়ী ও জনতা রাজবাড়ী জেলা শাখার কর্মসূচির আয়োজন করেন।
এ অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান. পিপিএম (বার)। আলোচনা সভা শেষে ফিলিং ষ্টেশনে তেল নিতে আসা গাড়ি কালির লেপন দিয়ে কর্মসূচির উদ্ধোধন করেন তিনি।
অনুষ্ঠানে উদ্ধোধক হিসেবে বক্তব্য রাখেন জাগ্রত ব্যবসায়ী ও জনতা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ শিহাব রিফাত আলম (রুপম)।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- জাগ্রত ব্যবসায়ী ও জনতার কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আহসানুল হক মিনু, কো-চেয়ারম্যান কাজী জিনাত জিনি, দপ্তর সম্পাদক মোঃ ফাহিম, মহিলা সম্পাদক রোকসানা আক্তার পপি, রাজবাড়ী জেলা কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান মৃধা, তোফাজ্জেল হোসেন তপু প্রমুখ।
এসময়, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, রাজবাড়ী জেলা ট্রাফিক অফিসের টিআই আব্দুল হোসেন, মোঃ আসাদুজ্জামান, খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম সহ প্রমুখ উপস্থিত ছিলেন ।