দৈনিক সকালের সময় পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ ,২৮ জানুয়ারি, ২০২০ | আপডেট: ২:০১ পূর্বাহ্ণ ,২৯ জানুয়ারি, ২০২০
সমির কান্তি বিশ্বাস।। দৈনিক সকালের সময় পত্রিকার চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন- দেশ ও জাতির কল্যাণে জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার স্বপক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ সবার কাছে পৌঁছে দেয়া গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকদের প্রকৃত সত্য জানাতে সহায়তা করে। তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন- সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও সতর্ক হতে হবে।
২৮ জানুয়ারি-২০২০ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনাসভায় দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক মো. নূর হাকিমের সভাপতিত্বে- প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামাল উদ্দীন বক্তব্য দেন। এ সময়, দেশবরেণ্য মিডিয়া ব্যক্তিত্বসহ সকালের সময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্পিকার আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন আজ বিস্ময়। বাংলাদেশের ৯২ শতাংশ জনগণ এখন বিদ্যুতের সুবিধা পাচ্ছে এবং দারিদ্র্যের হার ২১ শতাংশে নেমে এসেছে।
তিনি প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে ডিজিটাল বাংলাদেশের রূপকার উল্লেখ করে বলেন, ডিজিটালাইজেশনের ফলে আজ বাংলাদেশ গণমাধ্যম বিকাশের সুবর্ণ সময় অতিবাহিত করছে এবং পত্রিকা প্রকাশ সহজ হয়েছে।
দৈনিক সকালের সময় পরিবারের সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে স্পিকার বলেন, প্রতিযোগিতামূলক বাজারে দেশের অন্যতম একটি দৈনিক হিসেবে পত্রিকাটি পাঠকের কাছে জায়গা করে নিয়েছে। এ সময় তিনি পত্রিকাটির দির্ঘ্যায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন।