সোহাগ মিয়া-গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি।। দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে নামতে গিয়ে পন্যবোঝাই একটি ট্রাক (রোজি নং ঢাকা মেট্টো -ড-১৪-৭৬৭৪) নদীতে পড়ে যায়। ঘাট পন্টুনের সাথে ফেরি বেঁধে রাখা রশি ছিঁড়ে যাওয়ায় এ দূর্ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। মালামালসহ ট্রাকটি নদী থেকে উদ্ধার করা হয়েছে।
২৮ জানুয়ারি-২০২০ মঙ্গলবার ভোরে গোয়ালন্দের দৌলতদিয়া ৩নং ফেরি ঘাটে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ফরিদপুরের বোয়ালমারীগামী ঢাকা মেট্টো -ড-১৪-৭৬৭৪ নং পন্যবোঝাই ট্রাক মঙ্গলবার ভোরে পাটুরিয়া ঘাট থেকে মাধবীলতা নামের ইউটিলিটি ফেরিতে ওঠে। ফেরিটি দৌলতদিয়া ৩নং ফেরি ঘাটে নোঙর করে পন্টুনের সাথে রশি দিয়ে বাঁধা হয়। এসময় পন্যবোঝাই ওই ট্রাকটি ফেরি থেকে নামার সময় রশি ছিঁড়ে গেলে ট্রাকটি নদীতে পড়ে যায়। ট্রাকে থাকা চালক ও হেলপার সাঁতরে ডাঙ্গায় উঠে আসেন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জনতার মেইল.কমকে জানান- ওই ট্রাকটি ফেরি থেকে নামার আগে আরো কয়েকটি যানবাহন নেমেছে। ওই ট্রাকটি নামার সময় পেছনের দিকে ঘুরানোর সময় বামপারে রশি আটকে বাঁধন খুলে যাওয়ায় এই দূর্ঘটনা ঘটে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান জানান- দূর্ঘটনার পর গোয়ালন্দ ও আরিচা ফায়ার সার্ভিসের দুইটি দল উদ্ধারে কাজ চালিয়ে দুপুর নাগাদ মালামালসহ ট্রাকটি নদী থেকে উদ্ধার করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।