স্টাফ রিপোর্টার।। মহাসড়কে ট্রাক তল্লাশী করে ৫৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে ফরিদপুর র্যাব। এ সময়, তাদের নিকট থেকে ২টি সিমকার্ডসহ ২টি মোবাইল ফোন, মাদক বিক্রিত নগদ-১৬০০/-টাকা এবং ফেনসিডিল বহণকৃত ১টি ট্রাক জব্দ করা হয়।
মাদক ব্যবসায়ী চক্র মাগুরা-ফরিদপুর রুটে ফেন্সিডিলের একটা বড় ধরনের চালান বিক্রয়ের জন্য নিয়ে যাবে, এমন গোপন সংবাদের প্রেক্ষিতে- র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার সোয়েব আহমেদ খানের নেতৃত্বে ২৭ জানুয়ারি-২০২০ সোমবার সকাল সারে ৮.টার সময় ফরিদপুর জেলার মধুখালী থানাধীন বাগাট বাজারস্থ বাগাট উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে মাগুরা-ফরিদপুর মহাসড়কের উপর হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটক ব্যাক্তিরা হলোঃ- ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার মহারাজপুর গ্রামের আঃ রাজ্জাকের ছেলে- মোঃ রাব্বী হাসান (২০) ও মীরগি গ্রামের মৃত নুর মোহাম্মদ শেখের ছেলে- মোঃ রাসেল শেখ (২২)।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন আছে ও উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।