আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদারীপুর টেকেরহাটে ভূয়া র‌্যাব কর্মকর্তা গ্রেফতার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ ,২৭ জানুয়ারি, ২০২০ | আপডেট: ৯:৪৪ অপরাহ্ণ ,২৭ জানুয়ারি, ২০২০
মাদারীপুর টেকেরহাটে ভূয়া র‌্যাব কর্মকর্তা গ্রেফতার

স্টাফ রিপোর্টার।। সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী ভূয়া র‌্যাব কর্মকর্তা মোঃ রকিবুজ্জামান (৩২) কে গ্রেফতার করেছে মাদারীপুর র‌্যাব। এসময় তার নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত- র‌্যাবের মনোগ্রাম সম্বলিত ১টি প্রাইভেট কার, ৩ সেট সেনাবাহিনীর কম্ব্যাট ইউনিফর্ম, সেনাবাহিনীর বিভিন্ন প্রকার সরঞ্জামাদী, কুরিয়ার সার্ভিসে মেজর রকিবুজ্জামান নামে পাঠানো একটি পার্সেল, ১টি মোবাইল ফোন ও ২টি সীমকার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে ২৬ জানুয়ারি-২০২০ রোববার রাত সারে ১০.টার দিকে মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকেরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত ভূয়া র‌্যাব- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার চরঠেঙ্গামারা গ্রামের মোঃ মালেকুজ্জামানের ছেলে।

                           

ঘটনার বিবরণে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ রকিবুজ্জামান (৩২) বিভিন্ন সময় নিজেকে সেনাবাহিনীর মেজর এবং বর্তমান র‌্যাব কর্মকর্তার পরিচয় দিয়ে এলাকার সাধারণ জনগণ ও আইন-শৃঙ্খলা বাহিনীর লোকদেরকেও বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে প্রতারনামূলক কার্যক্রম চালিয়ে আসছিল। এছাড়াও এলাকার সাধারণ জনগণের জটিল সমস্যা সমাধানে প্রলোভন দেখিয়ে প্রতারনামূলক ভাবে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা যায়। এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় যে, এলাকার অনেক লোকজনই দীর্ঘদিন যাবৎ তাকে র‌্যাব-৮ এ কর্মরত অফিসার বলে জানতো। এভাবে সে এলাকার সাধারণ মানুষ এমনকি পুলিশ প্রশাসনের সাথেও প্রতারনার আশ্রয় নিতো। উক্ত ভূয়া সেনাবাহিনীর মেজর এবং ভূয়া র‌্যাব কর্মকর্তার এহেন প্রতারণার হাত থেকে পরিত্রান পাওয়ার জন্য এলাকার সাধারণ জনগণ র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পে এসে একটি অভিযোগ দায়ের করেন। সে প্রেক্ষিতে, মোঃ রকিবুজ্জামান ( ৩২) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments

comments