স্টাফ রিপোর্টার।। র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যা কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার সোয়েব আহমেদ খানের নেতৃত্বে ফরিদপুর কোতয়ালী থানার সিআর নং-৫২৬/১৮, (কোর্ট প্রসেস-১৩২৭/১৯) মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ হেলাল শেখ (৩২) কে আটক করেছে উক্ত র্যাব ক্যাম্প।
২৫ জানুয়ারি-২০২০ রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী- ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার ডিক্রিচর বারখাদা গ্রামের মৃত তালেব আলী মুন্সির ছেলে।
উক্ত আসামীকে পরবর্তীতে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।