রাজবাড়ী প্রতিনিধি।। বাংলাদেশ আলীয়া মাদ্রাসা সমূহে্র একক ও অরাজনৈতিক সংগঠন- ‘বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন’ এর উদ্যোগে ও রাজবাড়ী জেলা শাখার ব্যাবস্থাপনায় রাজবাড়ী জেলার মাদারাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (চাঁদর) বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায়, বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন, রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মদরাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনিরের সভাপতিত্বে ২৫ জানুয়ারি-২০২০ শনিবার সকাল ১১.টার দিকে রাজবাড়ী ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মদরাসা ময়দানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। তিনি বলেন- বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল তা পুরন করতে হবে। প্রতিষ্ঠানের প্রধান ভার হলে প্রতিষ্ঠান ভাল হয়। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আজ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ৫৬০টি মসজিদ নির্মান হয়েছে, অনেক স্কুল, কলেজ ও মাদ্রাসা এমপিওভূক্তি হয়েছে, যেগুলো বাকী আছে সেগুলোও হবে। তিনি আরো বলেন- আপনার জননেত্রী শেখ হাসিনার জন্য সকলে দোয়া করবেন, যেন দেশকে আরো সমৃদ্ধশালী করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে পারে।
মাওলানা মোঃ ফায়জুর রহমানের সঞ্চালনায়- বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন- বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা সাব্বীর আহমদ মোমতাজী। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন-ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মদরাসার শিক্ষক মস্তফা মহিউদ্দিন মরশেদ প্রমূখ।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আলমগীর হোসেন ও অত্র মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃদ।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।