আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইট ভাটা গুড়িঁয়ে দিল পটুয়াখালী র‌্যাব; আটক-২


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ ,২৩ জানুয়ারি, ২০২০ | আপডেট: ১০:২৪ অপরাহ্ণ ,২৪ জানুয়ারি, ২০২০
ইট ভাটা গুড়িঁয়ে দিল পটুয়াখালী র‌্যাব; আটক-২

স্টাফ রিপোর্টার।। লাইসেন্স ব্যতিত অনুমোদনহীন ভাবে ইট প্রস্তুতের অভিযোগে পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন চরকাজল এলাকায় অবস্থিত ‘মেসার্স মদিনা ব্রিক্স’ নামক একটি ইট ভাটা গুড়িঁয়ে দিয়েছে পটুয়াখালী র‌্যাব ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযানিক দল।

এ সময় উক্ত ইট ভাটাটির মালিক মোঃ মনজু মুন্সি কৌশলে পালিয়ে যাওয়ায় উক্ত ইট ভাটার ম্যানেজার মোঃ বেল্লাল হোসেন (সোহেল) (৩০) ও সহকারী ম্যানেজার মোঃ- শামিম হাওলাদার (১৮) কে আটক করা হয়।

বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল হালিমের নির্দেশে উক্ত ইট ভাটাটি গুড়িঁয়ে দেওয়া হয়।

র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে- ২৩ জানুয়ারী-২০২০ বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১.টা হতে দুপুর ২.টা পর্যন্ত প্রায় তিন ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়।

আটক, মোঃ বেল্লাল হোসেন (সোহেল)- ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ গ্রামের মোঃ সুলতান আহমেদ মোল্লার ছেলে এবং মোঃ- শামিম হাওলাদার- পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার হাজিরহাট গ্রামের মোঃ সবুজ হাওলাদারের ছেলে।

পালিয়ে যাওয়া মোঃ মনজু মুন্সি- পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের বড়শিবা গ্রামের মোঃ নুর ইসলাম মুন্সির ছেলে।

আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রন আইন ২০১৩ (সংশোধন ২০১৯) এর ৪ ধারা মোতাবেক প্রত্যেককে ২০ লক্ষ টাকা হারে সর্বমোট ৪০লক্ষ টাকা অর্থ দন্ড ধার্য করা হয়, অনাদায়ে প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

Comments

comments