আজ : বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুর কোতয়ালী হতে ইয়াবাসহ আটক-১


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ ,২১ জানুয়ারি, ২০২০ | আপডেট: ১:০১ পূর্বাহ্ণ ,২৩ জানুয়ারি, ২০২০
ফরিদপুর কোতয়ালী হতে ইয়াবাসহ আটক-১

স্টাফ রিপোর্টার।। র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ২০ জানুয়ারি-২০২০ সোমবার বিকেল পৌনে ৪.টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন পূর্বগঙ্গাবর্দি গ্রামস্থ জনৈক শাহাজাদা মিয়ার ইটের ভাটার পাশে অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবাস মাদক ব্যবসায়ী মোঃ রিয়াজ  মন্ডল (২২) আটক করেছে। এ সময় তার নিকট হতে মাদক বিক্রিত ১০০০/- টাকা জব্দ করা হয়।

আটক ব্যাক্তি- ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার কবিরপুর গ্রামের মৃত মোতালেব মন্ডলের ছেলে।

জানা যায়, সে উক্ত মাদক দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল এবং দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ফরিদপুর জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী ও খুচরা বিক্রয় করে থাকে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

ফরিদপুর র‌্যাব ক্যাম্প এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ সংবাদ জানান।

Comments

comments