আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে সিসি ক্যামেরায় দেখে হারানো মানিব্যাগের মালিক সনাক্ত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ ,২০ জানুয়ারি, ২০২০ | আপডেট: ১২:০৬ পূর্বাহ্ণ ,২৩ জানুয়ারি, ২০২০
রাজবাড়ীতে সিসি ক্যামেরায় দেখে হারানো মানিব্যাগের মালিক সনাক্ত

মোঃ আলমাস আলী।। চলন্ত মটরসাইকেল আরোহীর পকেট থেকে পড়ে যাওয়া মানিব্যাগ পেয়ে  সিসি ক্যামেরায় ভিডিও ফুটেজ দেখে মানিব্যাগের মালিককে সনাক্ত করে ফোন করে খবর দিয়ে ডিবি অফিসে নিয়ে এসে তার মানিব্যাগটি ফেরত দিল ডিবি পুলিশ।

২০ জানুয়ারি-২০২০ সোমবার বিকালে রাজবাড়ী জেলা শহরের জজ বাংলো মোড় বরাবর চলন্ত মোটরসাইকেল থেকে অসাবধানতাবশত: বিদ্যুৎ চন্দ্র মণ্ডল (২৪) তার নিজের  মানিব্যাগটি রাস্তায় পড়ে যায়। রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোঃ ওমর শরীফ ও ইন্সপেক্টর মোঃ জিয়ারুল ইসলামের নজরে আসে। সঙ্গে সঙ্গে ডিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মানিব্যাগটি উদ্ধার করেন। পরে মানিব্যাগের মধ্যে থাকা ফোন নম্বরে কল করে ডেকে এনে ব্যাগটি ফেরত দেন।

বিদ্যুৎ চন্দ্র মণ্ডল (২৪) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কেউটিল গ্রামের বিমল চন্দ্র মণ্ডলের ছেলে। তিনি ঢাকাস্থ কর কমিশনারের কার্যালয়ের উচ্চমান সহকারী পদে কর্মরত।

বিদ্যুৎ চন্দ্র মণ্ডল জানান,  সোমবার দুপুরে মোটরসাইকেল চালিয়ে আমার বিয়ের মিষ্টি কিনতে গিয়ে রাজবাড়ী শহরে আমার মানিব্যাগটি  থেকে পড়ে যায়। ৫ মিনিট পর একটা ফোন পেয়ে জানতে পারি আমার হারানো মানিব্যাগটি পাওয়া গেছে।

রাজবাড়ীর ডিবি পুলিশের ওসি মো. ওমর শরীফ ও ইন্সপেক্টর মো. জিয়ারুল ইসলামের সহযোগিতায় রাজবাড়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমানের মাধ্যমে মানিব্যাগে থাকা ১০ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রাদি ফেরত দেয়া হয়।

রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। এই স্লোগানকে ধারণ করে আমরা জনগণকে সেবা দিয়ে যাচ্ছি। তার জ্বলন্ত প্রমাণ বিদ্যুৎ চন্দ্র মণ্ডল। তার হারানো মানিব্যাগটি দ্রুত সময়ের মধ্যে পেয়ে উদ্ধার করে তার হাতে তুলে দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসাবে রাজবাড়ী জেলা শহরে ৭২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে স্থাপিত ক্যামেরাগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

Comments

comments