স্টাফ রিপোর্টার।। ১৭ সালের চাঞ্চল্যকর ১৩ মাস বয়সী নিজ কন্যা শিশু হাফেজা আক্তার তিশাকে গলা টিপে হত্যার অভিযোগে পিতা মোঃ হানিফ হাওলাদার (৪৮) কে গ্রেফতার করেছে পটুয়াখালী র্যাব।
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ২০ জানুয়ারি-২০২০ সোমবার ভোর ৫.টার দিকে পটুয়াখালী জেলার বাউফল থানাধীন কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী- পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের দাশপাড়া গ্রামের মৃতঃ গয়জ উদ্দীন হাওলাদারের ছেলে।
মামলা বিবরণে জানা যায় যে, পারিবারিক কলহের কারনে গত ১৬/০৮/২০১৭ ইং তারিখ রাত্রি আনুমানিক ১১.০০ ঘটিকার সময় আসামী হানিফ হাওলাদার তার ১৩ মাস বয়সী নিজ কন্যা সন্তান হাফেজা আক্তার তিশাকে গলাটিপে হত্যা করে। এ সংক্রান্তে তার স্ত্রী লামিয়া আক্তার সাথী, স্বামী হানিফ হাওলাদারের বিরুদ্ধে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।বাউফল থানার মামলা নং-১৪ তারিখ ১৭/০৮/২০১৭ইং।মামলাটি একটি স্পর্শকাতর ও চাঞ্চল্যকর হওয়ায় সিআইডি মামলাটির তদন্তের দায়িত্ব নেয়। আসামী দীর্ঘদিন যাবত পলাতক থাকায় তাকে গ্রেফতারের ব্যাপারে সিআইডি র্যাবের নিকট সহায়তা কামনা করলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামীকে সিআইডি, পটুয়াখালী অফিসে হস্তান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।