স্টাফ রিপোর্টার।। আজ যেখানে সাংবাদিকদের নিরাপত্তা নাই, সেখানে সাধারনে মানুষের বেঁচে থাকা দুষ্কর। আমরা যারা সমাজের অশিক্ষিত সাধারন মানুষ, আমাদের অনেক দুঃখ-দূর্দশার কথা বলতে পারিনা, আমাদের উপরে অন্যায় অত্যাচার হলে উপর মহলে বলতে পারিনা। জনসাধারনে মূখপাত্র হিসাবে- যারা সমাজের অন্যায়-অসঙ্গতি তুলে ধরে, সাধারনে মানুষের দুঃখ দূর্দশা তুলে ধরে, সমাজের ও রাষ্ট্রের উন্নয়নের বিষয় তুলে ধরে, আজ যদি তাদের উপরেই সন্ত্রাসী হামলা হয়, তাহলে আমরা সাধারন মানুষ ঘরে বসে থাকতে পারিনা। আমি মিডিয়ার সকল কর্মিভাইদের বলতে চাই- আজ যে সকল মিডিয়ার কর্মি ভাইয়েরা ভাবছেন, আমাদের উপরেতো আর হামলা হয়নি, হামলা হয়েছে সাংবাদিক রিয়াজুল করিমের উপরে। তারা শুনে রাখুন, আজ অপনার যদি ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ না করেন, তাহলে কাল আপনাদের উপরেও হামলা হতে পারে, আপনাদের সাথেও অন্যায় হতে পারে। তাই আমি বলবো, আপনারা ঐক্যবদ্ধ হোন, অপরাধ যেন ধামা চাপা না হয়, আপনারা সবাই সমস্ত পত্র-পত্রিকায় তুলে ধরুন, সবাই এক হয়ে প্রতিবাদ করুন।
সাংবাদিক এস.এম. রিয়াজুল করিম- এর উপরে সন্ত্রাসী হামলার প্রতবাদে ও অপরাধীদের দ্রত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। রাজবাড়ী ডিজিটাল প্রেসক্লাব ও বাংলাদেশ ভূমুহীন আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আয়োজনে ১৯ জানুয়ারি-২০২০ রবিবার সকাল সোয়া ১১.টা হতে দুপুর সারে ১২.টা পর্যন্ত সময় জনতার মেইল.কম- এর কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি’র বক্তব্যে এ কথা বলেছেন-বাংলাদেশ ভূমিহীন আন্দেলনের সাধারন সম্পাদক শেখ নাসির উদ্দিন।
মানববন্ধন শেষে রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধন কর্মসূচীতে শেখ নাসির উদ্দিন আরো বলেন- জন নেত্রী শেখ হাসিনার ডিজিটাল দেশে অপরাধীদের যদি সনাক্ত করা না যায়, সাধারন মানুষের যদি উপকার না হয়, তাহলে দেশ ডিজিটাল হয়ে লাভ কি ?
আজকে সাংবাদিক এস.এম. রিয়াজুল করিমের উপরে যে সন্ত্রাসী হামলা হয়েছে, আমরা তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে হামলাকারী ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে আজ আমরা রাজবাড়ী ডিজিটাল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছি, আমাদের দাবি তাদের দ্রুত সনাক্ত করে গ্রেফতার করতে হবে।
শেখ নাসির উদ্দিন আরো বলেন- পুলিশ প্রশাসন যদি অপরাধীদের ধরতে অক্ষম হয় তাহলে আমরা বাংলাদেশ ভূমিহীনরা সারাদেশে কর্মসূচী দেব।
সাংবাদিক এস.এম হিরা বলেন- সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন, সমাজের আয়না, আমার সমাজের ভাল-মন্দ ছবি তুলে ধরি। আমাদের ছবি দেখেই সমাজ ও রাষ্ট্র এগিয়ে চলে। সেই সাংবাদিকের উপরে হামলা মেনে নেওয়া যায়না। হামলার ঘটনা আজ ৬ দিন হয়ে গেল অথচ আজ পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারলোনা, ডিজিটাল বাংলাদেশে এটা অত্যান্ত দুঃখজনক বিষয়। আজকের এই মানববন্ধনে দাড়িয়ে বলতে চাই, আজ যদি এই সকল হামলাকারীদের গ্রেফতার করে বিচার করা না হলে তারা আগামী দিনে আরো বেপরোয়া হয়ে উঠবে। আজকে জনতার মেইল.কম পত্রিকার সম্পাদক- সাংবাদিক এস. এম. রিয়াজুল করিমের উপরে যে সন্ত্রাসী হামলা হয়েছে, আমরা তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে হামলাকারী ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।
এ মানববন্ধনে, বক্তব্য রাখেন-বাংলাদেশ ভূমিহীন আন্দেলনের সাধারন সম্পাদক- শেখ নাসির উদ্দিন, রাজবাড়ী ডিজিটাল প্রেসক্লাবের নেতৃবৃন্দদের মধ্যে- সাংবাদিক মোঃ আলমাস আলী, মোঃ কবির হোসেন, ডি.এম ফাহিমুর রহমান, এম.এ. সিদ্দিকুর রহমান হীরা প্রমূখ।
এ সময়, অন্যন্যদের মেধ্যে-রাজবাড়ী ডিজিটাল প্রেসক্লাবের সকল সদস্যরা ও অন্যান্য সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ ভুমিহীন আনোদলন রাজবাড়ী জেলা শাখার নেতা-কর্মিবৃন্দ, ও জেলার সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।