ফরিদপুর র্যাব কর্তৃক ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক
প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ ,৫ মে, ২০১৮ | আপডেট: ১২:১২ অপরাহ্ণ ,৫ মে, ২০১৮
নিজস্ব প্রতিনিধি ।। সদরপুর থানার ২০০৮ সালের জিআর ৭৯-নং মামলার কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মোঃ জাহিদুল ইসলাম @ জাহিদ(৩৮)কে গ্রেফতার করেছে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ।
উক্ত ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ৫ মে-১৮ শনিবার দিবাগত রাত ১.টার দিকে ফরিদপুর জেলার সদরপুর থানাধীন শৌলডুবী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় ।
দন্ডপ্রাপ্ত আটক জাহিদ ফরিদপুর জেলার সদরপুর উপজেলার শৌলডুবী গ্রামের মোঃ ইউনুছ মাতুব্বরের ছেলে ।
ঘটনার সংক্রান্তে জানা যায় যে, ২০০৮ সালে জনৈক হাতুড়ে ডাক্তার সুনীলকে শৌলডুবী এলাকায় ধারালো ছুরি দ্বারা মাথায় গুরুতর আঘাত করে । এ সংক্রান্তে ভিকটিম সুনীল বাদী হয়ে ফরিদপুর জেলার সদরপুর থানায় একটি মামলা দায়ের করেন । মামলায় উক্ত আসামী দোষী সাব্যস্ত হলে বিজ্ঞ আদালত উক্ত আসামীকে ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন । গ্রেফতার এড়াতে আসামী আত্মগোপনে চলে যান ।
গোপন সংবাদের ভিত্তিতে উক্ত সাজা প্রাপ্ত পলাতক আসামী মোঃ জাহিদুল ইসলাম @ জাহিদ(৩৮)কে আটক করে ফরিদপুর জেলার সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে ।