আজ : শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশাল সিটি মেয়রের নামে ফেক আইডি খুলে চাঁদাবাজি করায় আটক-২


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ ,১৫ জানুয়ারি, ২০২০ | আপডেট: ৫:৫০ অপরাহ্ণ ,১৮ জানুয়ারি, ২০২০
বরিশাল সিটি মেয়রের নামে ফেক আইডি খুলে চাঁদাবাজি করায় আটক-২

স্টাফ রিপোর্টার।। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ (S Sadiq Abdullah) নামে ফেক ফেসবুক আইডি খুলে ও ব্যবহার করে লোকজনের বিশ্বস্ততা অর্জন করে বিভিন্ন লোকের নিকট থেকে প্রতারণা করে বিকাশ, রকেট এবং ব্যাংক একাউন্টের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়াসহ চাঁদাবাজি করায় নারীসহ ২ জনকে গ্রেফতার করেছে পটুয়াখালী র‌্যাব-৮।

এ সময়, তাদের চাঁদাবাজির কাজে ব্যবহৃত মোবাইল এবং সিম কার্ড উদ্ধার করা হয়।

১৫ জানুয়ারি-২০২০ মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে বরগুনা জেলার আমতলী থানা এলাকা থেকে আশিকুর রহমান আশিক @  বিল্লাল (২৫) কে এবং তার সহযোগী জান্নাতুন তহুরাকে বরিশালের কাউনিয়া থেকে আটক করা হয়।

আটকৃতরা হলো- বরগুনা জেলার আমতলী উপজেলার মৃধাবাড়ী ওয়াদা সড়কের মোঃ আলম মৃধার ছেলে আশিকুর রহমান আশিক @  বিল্লাল (২৫) অপরজন- আমানতগঞ্জ সিরাজুল ইসলাম মানিক সড়কের মোঃ জামাল হোসেন খানের স্ত্রী জান্নাতুন তহুরা (৩৫)।

জানাযায়, মোঃ আশিকুর রহমান আশিক @  বেল্লাল দীর্ঘদিন ধরে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নাম ব্যবহার করে এবং সে নিজে সাদিক আব্দুল্লাহ পরিচয় দিয়ে S Sadiq Abdullah নামের ফেইসবুক আইডি ব্যবহার করে লোকজনের বিশ্বস্ততা অর্জন করে ও পরবর্তীতে ফোনে যোগাযোগ করে বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন সময়ে প্রতারণার মাধ্যমে চাঁদা দাবি করে আসছে। এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল প্রথমে আশিকুর রহমান আশিক @  বেল্লালকে বরগুনার আমতলী থেকে গ্রেফতার করে এবং পরবর্তীতে একটি ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা লেনদেনের কারণে সহযোগী জান্নাতুন তহুরাকে বরিশালের কাউনিয়া থেকে আটক করে।

এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, তারা বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পরিচয় দিয়ে অনেক লোকের কাছ থেকে বিকাশ, রকেট এবং ব্যাংক একাউন্ট এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। চাকরি দেওয়ার নাম করে চাঁদা দাবি করে এবং অনেকের কাছ থেকে নানান রকমভাবে চাঁদার টাকা উত্তোলন করেছে।

Comments

comments