রাজবাড়ী ও গোয়ালন্দ প্রতিনিধি।। দৌলতদিয়া ঘাটে কোন প্রকার চাদাবাজি, দালালী যাতে না হয়, সবাই যাতে নিয়ম মেনে সিরিয়াল অনুযায়ী পার হতে পারে সেজন্য দৌলতদিয়া ঘাট এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শুধু তাই নয় ঘাট থেকে ১২ কিলোমিটার দুরে গোয়ালন্দ মোড় এলাকায়ও সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এতে অপরাধ কমবে।
১৫ জানুয়ারি-২০২০ বুধবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের পুলিশ বক্স ও সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা বলেছেন- বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার।
এ সময় তিনি আরো বলেছেন- সকলের সমন্বিত চেষ্টায় দৌলতদিয়া-পাটুরিয়া ণৌরুটের ভোগান্তি কমানো সম্ভব। ঘাটে কাজ করে এমন সব সংস্থার সমন্বয়ভাবে কাজ করলে ঘাটে মানুষের ভোগান্তি হবে না। পুলিশ কিন্তু সব সময় কাজ করে যাচ্ছে। ঘাটে যানবাহন আটকে থাকলে পুলিশ জনগনের নিরাপত্তা দিচ্ছে।
ডিআইজি হাবিবুর রহমান আরো বলেন- আপনারা জানেন মুজিব বর্ষের কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। এ বছর আমাদের স্লোগান হলো “মুজিব বষের অঙ্গীকার-পুলিশ হবে জনতার” পুলিশ কাজের মধ্য দিয়ে বিগত দিনে যেমন প্রমান দিয়েছে এবারও তাই প্রমান দিবে আসলেই পুলিশ জনতার জন্য কাজ করে।
এ সময়, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), হাইওয়ে পুলিশ মাদারীপুর অঞ্চলের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একইদিন দুপুরে- রাজবাড়ীর জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান.পিপিএম (বার) এর সভাপতিত্বে “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে দৌলতদিয়া যৌনপল্লীর ৩ শতাধিক শিশুর হাতে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ তুলে দেন পুলিশের ঢাকা রেঞ্জের উপ মহা পরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান।
এ অনুষ্ঠানে, রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন- রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, হাইওয়ে পুলিশের এসপি মোস্তাফিজুর রহমান, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরিফ উজ জামান, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান চৌধুরী, রাজবাড়ী সদর থানার ওসি স্বপন মজুমদার, গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান, ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীর, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন গেদু, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, অবহেলিত মহিলা সমিতির সভাপতি ঝুমুর আক্তার, যৌনপল্লীর শিশু ফারহান আহমেদ ইয়াসিন প্রমুখ।
স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ শেষে- ডিআইজি হাবিবুর রহমান যৌনপল্লীর শিশুদের জন্য মুক্তি মহিলা সমিতি আয়োজিত মুসলিম চ্যারিটি (ইউকে) এন্ড ডে-কেয়ার সেন্টারের উদ্বোধন করেন।
একইদিন, দুপুর ২.টা ৩০ মিঃ সময়ে গোয়ালন্দ মোড়ে সিসিটিভি ক্যামেরার কার্যক্রম উদ্বোধন করেন ডিআইজি হাবিবুর রহমান।এসময়, রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান, হাইওয়ে পুলিশের এসপি মোস্তাফিজুর রহমান, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরিফ উজ জামান, রাজবাড়ীর ট্রাফিক ইন্সপেক্টর আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপত্বিতে- রাজবাড়ী পুলিশ লাইন্স এ মাদক ও জঙ্গিবাদ বিরোধী এবং কমিউনিটি পুলিশিং বিষয়ক সুধী সমাবেশে অংশ নেন ডিআইজি হাবিবুর রহমান।এ অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের প্যানেল স্পিকার ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।বিশেষ অতিথি- রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম।অন্যান্যদের মধে- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মহাম্মদ আলী চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্ববায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সাবকে মহিলা এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী, রাজবাড়ী সদর থানার ওসি স্বপন মজুমদার, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর কন্যা কানিজ ফাতেমা চৈতি প্রমূখ।
এ সমাবেশের আগে, এ অনুষ্ঠোনেও সিসিটিভি ক্যামেরার কার্যক্রম উদ্বোধন করা হয়। মোট ৮৮ টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দৌলতদিয়া ঘাট ও গোয়ালন্দ মোড়সহ রাজবাড়ী জেলা শহরের ডিজিটাল নিরাপত্তা পর্যবেক্ষণ ব্যবস্থা করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।