আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মার্চের মধ্যে ৪৫ জেলা আ’লীগের সম্মেলনের নির্দেশ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ ,১২ জানুয়ারি, ২০২০ | আপডেট: ৯:০০ অপরাহ্ণ ,১৩ জানুয়ারি, ২০২০
মার্চের মধ্যে ৪৫ জেলা আ’লীগের সম্মেলনের নির্দেশ

জনতার মেইল ডেস্ক।। রাজবাড়ীসহ আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ সাংগঠনিক জেলার সম্মেলন আগামী ৬ মার্চের মধ্যে আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড শাখাগুলোর সম্মেলন করার নির্দেশনাও রয়েছে। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বিষয়ে সংশ্নিষ্ট জেলাগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে চিঠি পাঠিয়েছেন।
৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে ৩৩টির সম্মেলন হয়েছে। বাকি ৪৫ জেলার সম্মেলন আয়োজন করার প্রস্তুতি শুরু হয়েছে।
৪৫টি জেলা হচ্ছে- টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ মহানগর, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, ময়মনসিংহ মহানগর, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা দক্ষিণ, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম মহানগর, কক্সবাজার, রাঙামাটি, পঞ্চগড়, দিনাজপুর, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী মহানগর, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, বরগুনা, ভোলা, বরিশাল ও পিরোজপুর।

১৮ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে সেগুলো হচ্ছে- ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, সুনামগঞ্জ, সিলেট, সিলেট মহানগর, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা মহানগর, কুমিল্লা উত্তর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম উত্তর, চট্টগ্রাম দক্ষিণ, খাগড়াছড়ি, বান্দরবান, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, রংপুর মহানগর, কুড়িগ্রাম, বগুড়া, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, নড়াইল, বাগেরহাট, খুলনা, খুলনা মহানগর, সাতক্ষীরা, বরিশাল মহানগর, পটুয়াখালী ও ঝালকাঠি জেলার ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে।

Comments

comments