খানখানাপুরে গ্রীনলাইন বাস ও মাহেন্দ্রার সংর্ঘষে ঘটনাস্থলেই ৫জন নিহত
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ ,১২ জানুয়ারি, ২০২০ | আপডেট: ৯:২৯ অপরাহ্ণ ,১২ জানুয়ারি, ২০২০
আলমাস আলী।। ঢাকাগামী গ্রীনলাইন পরিবহন ও মাহেন্দ্রার মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলেই মাহেন্দ্রার ৫ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন। উদ্ধার তৎপরতা চলছে।
১২ জানুয়ারি-২০২০ রবিবার বিকেল সোয়া ৩.টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
এ দূর্ঘটনায় নিহতরা হলোঃ- রাজবাড়ী জেলা সদরের শহীদওহাপুর ইউনিয়নের আহলাদীপুর গ্রামের নায়ের আলী শেখের স্ত্রী মোছাঃ রাশিদা বেগম (৩৫), ও তার মেয়ে দশম শ্রেণীর ছাত্রী মোছাঃ তাসলিমা আক্তার (১৫), গোয়ালন্দ উপজেলার তোরাপ শেখের পাড়া এলাকার মোস্তফা শেখ (৪০), ফরিদপুরের ঝিলটুলি এলাকার রফিকুল ইসলাম নান্নুর ছেলে অনার্সের ছাত্র রিফাত (২২) , মহাসিন (৩৫)। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে এ তথ্য জানা গেছে।
আহতরা হলেন, গোয়ালন্দ উপজেলার আনিস মহুরীর ছেলে অমিত হাসান (২২), গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজের প্রফেসর শহিদুল ইসলাম (৫৫) ও সুমন শেখ (৩৪)। আহতদের প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে, সদর উপজেলার গোয়ালন্দ মোড় হাইওয়ে থানার ইন্সেপেক্টর মাসুদ পারভেজ জনতার মেইলকে জানান- দৌলতদিয়া থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্র সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের দিকে যাবার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের একটি বাস সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রীজ এলাকায় পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ জন নারী ও ৩ জন পুরুষ নিহত এবং আরো ২ জন যাত্রী আহত হয়।