আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী সদর উপজেলায় মুজিববর্ষের ক্ষণগণনা উদযাপন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ ,১১ জানুয়ারি, ২০২০ | আপডেট: ১০:২০ অপরাহ্ণ ,১১ জানুয়ারি, ২০২০
রাজবাড়ী সদর উপজেলায় মুজিববর্ষের ক্ষণগণনা উদযাপন

উজ্জ্বল চক্রবর্ত্তী।। স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের র‌্যালী আলোচনা সভা, চিত্রাঙ্কন ও স্থিরচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে, ১১ জানুয়ারি-২০২০ সকাল ১০.টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও অর্থমন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সহযোগীতায় একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা শহরের আশপাশ সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ চত্বরে ফিরে এসে “বঙ্গবন্ধু উন্নয়ন দর্শন শীর্ষক” আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায়, সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন- রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।

বিশেষ অতিথি- জেলা পরিষেদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস। এ ছাড়াও, বক্তৃতা করেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, সদর উপজেলার সাবেক কমান্ডার আব্দুল জলিল, খানখানাপুরের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম লাল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান প্রমুখ।

আলোচনা শেষে,দিন ব্যাপী বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, চিত্রাংকর প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি প্রদর্শনী করা হয়।

Comments

comments