নিজস্ব প্রতিনিধি।। একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনের প্যানেল সভাপতি (স্পিকার) মনোনীত হয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
শুরু হলো একাদশ জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ৯ জানুয়ারী-২০২০ বৃহস্পতিবার বিকালে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়।
রেওয়াজ অনুযায়ী স্পিকার সভাপতিত্বে ৬ষ্ঠ অধিবেশনের শুরুতেই ৫ জনকে প্যানেল সভাপতি মনোনীত করেন। শীতকালীন এই অধিবেশনের জন্য প্যানেল সভাপতিরা হলেন, অধ্যাপক আলী আশরাফ (কুমিল্লা-৭) , শহিদুজ্জামান সরকার (নওগাঁ-২), কাজী কেরামত আলী (রাজবাড়ী-১), কাজী ফিরোজ রশীদ (ঢাকা-৬) ও সৈয়দা জাকিয়া নূও (কিশোরগঞ্জ-১)। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অগ্রবর্তিতা অনুসারে প্যানেল সভাপতিরা অধিবেশন পরিচালনা করবেন।
একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনের প্যানেল সভাপতি মনোনীত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ‘দেশরত্ন’ শেখ হাসিনা ও জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।