সমির কান্তি বিশ্বাস।। স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি ফুটানো অনুষ্ঠিত হয়েছে।
১০ জানুয়ারি-২০২০ শুক্রবার বিকালে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে, আনুষ্ঠানিক ভাবে ক্ষণগণনার উদ্বোধনের পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্বরে জেলা পর্যায়ের ক্ষণগণনার স্থান পরিদর্শন করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ আমন্ত্রিত অতিথিরা।
এ সময় জেলা প্রশাসকসহ আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সেখানে ছবি ও সেলফি তোলেন ।
এতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএমসহ জেলা পর্যায়ের সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা।
এছাড়াও, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আজ সন্ধ্যায় শহীদ খুশি রেলওয়ে ময়দানে আতশবাজি ফুটানো অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।