আজ : বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলীপুরে কম্বল বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ ,৭ জানুয়ারি, ২০২০ | আপডেট: ১০:৩৩ অপরাহ্ণ ,৭ জানুয়ারি, ২০২০
আলীপুরে কম্বল বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী

উজ্জ্বল চক্রবর্ত্তী।। রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীর ব্যাক্তিগত উদ্দ্যোগে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ২০০ জন অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

৭ জানুয়ারী-২০২০ মঙ্গলবার দুপুরে আলাদীপুর বাজার প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতে, আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল কাদের মিজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজবাড়ী-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর থানার ওসি স্বপন মজুমদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, বন ও পরিবেশ বিয়য়ক সম্পাদক এসএম নওয়াব আলী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান, আলীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক, মোঃ শাহিন শেখসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণের সার্বিক তত্তাবধায়ন করেন আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এসএম জাহিদুল হাসান বক্কার।

Comments

comments