আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর পাঁচুরিয়া ও দেবগ্রামে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ ,৬ জানুয়ারি, ২০২০ | আপডেট: ৭:৪৮ অপরাহ্ণ ,৭ জানুয়ারি, ২০২০
রাজবাড়ীর পাঁচুরিয়া ও দেবগ্রামে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরন

সমির কান্তি বিশ্বাস।। রাজবাড়ী জেলা সদরের পাঁচুরিয়া ও গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে ৬শত অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

এ কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।

৬ জানুয়ারী-২০২০ সোমবার বিকেল ৪.টার দিকে দেবগ্রাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কম্বল বিতরণ করা হয়।

এ সময়, গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, দৌলতদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মন্ডল, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান, উপজেলা যুবলীগ সভাপতি ইউনুছ মোল্যা,দৌলতদিয়া ২-নং ওয়ার্ড মেম্বর আশরাফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ উদ্দিন,দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোক্তার হোসেন মোল্লা সহ দেবগ্রাম ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল থেকে আসা কয়েকশত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

                          

পরে, একইদিন সন্ধ্যা সারে ৫.টার দিকে রাজবাড়ী সদরের পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কম্বল বিতরণ করা হয়। এ কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।

এ সময়, পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আলমগীর ও স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মি সহ পাঁচুরিয়া ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল থেকে আসা কয়েকশত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Comments

comments