দৌলতদিয়া রেলওয়ে স্টেশেনে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরন
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ ,৬ জানুয়ারি, ২০২০ | আপডেট: ৭:০৯ অপরাহ্ণ ,৭ জানুয়ারি, ২০২০
গোয়ালন্দ প্রতিনিধি।। রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী ও দৌলতদিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মন্ডলের সহযোগীতায় হত দরীদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
৬ জানুয়ারী-২০২০ সোমবার দুপুর ২.টায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলওয়ে স্টিশন চত্ত্বরে শহিদ মিনার মঞ্চে এ কম্বল বিতরন অনুষ্ঠিত হয়। দৌলতদিয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ৯ শত দুস্থ অসহায়দের মাঝে এ কম্বল বিতরন করা হয়।
কম্বল বিতরনী অনুষ্ঠানে, গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি ইউনুছ মোল্লা, দৌলতদিয়া ইউনয়নের প্যানেল চেয়ারম্যান আঃ গনি মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফরিদ উদ্দিন, দৌলতদিয়া ২-নং ওয়ার্ড মেম্বর আশরাফ হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মোক্তার হোসেন মোল্লা সহ উপজেলার প্রত্যান্ত অঞ্চল থেকে আসা কয়েকশত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।