এসেছিল রাজবাড়ীতে; বাল্য বিবাহ প্রতিরোধে দেশ ভ্রমনে আনোয়ার
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ ,৩ জানুয়ারি, ২০২০ | আপডেট: ৯:২৭ অপরাহ্ণ ,৫ জানুয়ারি, ২০২০
সমীর কান্তি বিশ্বাস।। বাল্য বিবাহের করালগ্রাস থেকে কিশোরীদের রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষে দেশ ভ্রমনে বেড়িয়েছেন আনোয়ার হোসেন তালুকদার। স্বদেশ প্রেম, জাতীয়তা ও বাঙ্গালিত্ব বোধ নিয়ে এগিয়ে যাচ্ছে এই আগন্তকের কর্মকান্ড।
গতকাল পড়ন্ত বিকেলে সে-ই-ই বগুড়া জেলা থেকে আগত রাজবাড়ী শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দেখা হয় আনোয়ার হোসেন তালুকদারে সাথে। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বেড়ে উঠা এই মানুষটি বাল্য বিবাহ রোধে এবং এর সুফল/কুফল সম্পর্কে সচেতনতা ও জন জাগরণ করার জন্য গত ২০১৫ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে হতে বাংলাদেশের ৬৪ জেলায় বাইসাইকেল যোগে ভ্রমন করেন ৬৭ দিন হ্যামিলোনের বংশি বাদকের মত। আনোয়ার হোসেন ঘুরে ফিরছেন দেশে প্রত্যান্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাল্য বিবাহ রোধে এবং এর সুফল-কুফল সম্পর্কে জনসচেতনতা ঘটানোর জন্য সাইকেল ভ্রমন করছেন আনোয়ার হোসেন।
তিনি জনতার মেইল ডটকমকে বলেন- দেশ এখন এগিয়ে যাচ্ছে সামনের দিকে। দেশের উন্নয়ন এখন মহা সড়কে, সরকার একটু আন্তরিক হলেই বাল্য বিবাহ বন্ধ করা সম্ভব হবে। যারা বাল্য বিবাহর সঙ্গে জরিত থাকবে তাদের স্মাট কার্ড বন্ধ করে দিলেই বাল্য বিবাহ অনেকটা রোধ করা সম্ভাব হবে। তিনি বলেন বাল্য বিবাহ স্বামী-স্ত্রীর মধ্যে সংসার জীবনের ঝুঁকি বারে, বাল্য বিবাহের কারনে স্ত্রী সন্তান প্রসব করার সময় জীবনের ঝুঁকি বারে, সন্তান পুষ্টিহীনতায় ভোগে, সন্তান সুস্থ ও সবল হয় না। প্রসবের সময় অনেক মা জীবন হারায়। ছেলে হলে ২১ বছর এবং মেয়ে হলে ১৮ বছরের মধ্যে বিয়ে হলে এই ঝুঁকির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। তিনি বলেন আসুন এগিয়ে যাই সামনের দিকে পিছনে ফেরার সময় নেই।