আজ : বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চ্যাকারিং, টেস্টিসল্ট, রং ও পলিথিনসহ আটক-১।। ৫৫ হাজার টাকা অর্থদন্ড


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ ,২ জানুয়ারি, ২০২০ | আপডেট: ৭:৫৮ অপরাহ্ণ ,২ জানুয়ারি, ২০২০
চ্যাকারিং, টেস্টিসল্ট, রং ও পলিথিনসহ আটক-১।। ৫৫ হাজার টাকা অর্থদন্ড

স্টাফ রিপোর্টার।। র‌্যাব-৮, সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ক্যাপ্টেন মোঃ খালেদ মাহমুদের নেতৃত্বে- ২ জানুয়ারী-২০২০  বৃহস্পতিবার বেলা সারে ১১.টার দিকে পটুয়াখালী জেলার সদর উপজেলার লোহালিয়াঘাট পুরাতন বাজারে অভিযান পরিচালনা করে আনিস এন্টার প্রাইজ নামক দোকান থেকে ২৮৪ কেজি সরকার কতৃক নিষিদ্ধ পলিথিন ও চকলেট ব্রাউন্ড কালার রং, ইয়োলো কালার রং, চ্যাকারিং, টেস্টি সল্টসহ মালামাল  জব্দ করা হয়।

এসময়, পলিথিন ব্যবসায়ের সাথে জড়িত ব্যবসায়ী মোঃ আনিসুর রহমান (৪৪) কে আটক করা হয়। সে পটুয়াখালী বাউফল উপজেলার দক্ষিণ লক্ষিপাশা গ্রামের মোঃ মতিয়ার রহমানের ছেলে।

পরবর্তীতে, পটুয়াখালী ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল ইসলাম আটক ব্যবসায়ীকে নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশোধনী আইন ২০১০ এর ৬(ক) ধারা লজ্ঞন করায় ১৯ টেবিল ৪(খ) মোতাবেক ৫০,০০০/- টাকা অর্থদন্ড ধার্য করেন, এবং চকলেট ব্রাউন্ড কালার রং, ইয়োলো কালার রং, ছ্যাকারিং, টেস্টি সল্টসহ মালামালের গায়ে মূল্য নির্ধারণ না থাকায় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক ৫০০০/- টাকা অর্থদন্ড ধার্য করেন ।

অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তরে প্রতিনিধি পরিদর্শক আঞ্জমান নেছা উপস্থিত ছিলেন।

Comments

comments