রাজবাড়ীর পদ্মায় বালুবাহি ট্রলারের মাঝি নিখোঁজ
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ ,৩০ ডিসেম্বর, ২০১৯ | আপডেট: ৮:০৩ অপরাহ্ণ ,৩১ ডিসেম্বর, ২০১৯
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ ,৩০ ডিসেম্বর, ২০১৯ | আপডেট: ৮:০৩ অপরাহ্ণ ,৩১ ডিসেম্বর, ২০১৯
আলমাস আলী।। রাজবাড়ী গোয়ালন্দে পদ্মা নদীতে একটি বালুবাহি ট্রলার থেকে পড়ে গিয়ে ট্রলারের মাঝি মিরাজ (৪৫) নিখোঁজ হযেছেন। সে মাদারীপুর শিবচর থানার বাসিন্দা। বালুবাহি ট্রলারের নাম মিনাজউদ্দিন-২।
২৮ ডিসেম্বর-১৯ শনিবার দুপুর দেড়টার দিকে রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাওয়ালজানি এলাকার পদ্মায় এ টনা ঘটে।
জানা গেছে, ট্রলারটি রাজবাড়ীর জৌকুড়া ধাওয়াপাড়া থেকে বালু নিয়ে মাদারীপুর শিবচরে যাচ্ছিল। এসময় দেবগ্রামের কাওয়ালজানি এলাকার পদ্মার ডুবোচরে আটকে ট্রলার থেকে হঠাৎ একজন নদীতে পড়ে যায়। পড়ে স্থানীয়দের নৌকা নিয়ে কিছুক্ষণ খুজাখুজি করেও নিখোঁজ ব্যাক্তিকে পাওয়া যায়নি এবং ওইস্থানে অনেক স্রোত।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, ট্রলার থেকে পড়ে একজন নিখোঁজের সংবাদ শুনে ঘটনাস্থলে রওনা হয়েছেন।