আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাতে ঘুরে ঘুরে অসহায় মানুষের হাতে কম্বল পৌছে দিলেন- রাজবাড়ী জেলা প্রশাসক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ ,২৯ ডিসেম্বর, ২০১৯ | আপডেট: ৫:০৫ অপরাহ্ণ ,৩০ ডিসেম্বর, ২০১৯
রাতে ঘুরে ঘুরে অসহায় মানুষের হাতে কম্বল পৌছে দিলেন- রাজবাড়ী জেলা প্রশাসক

উজ্জ্বল চক্রবর্ত্তী।। কনকনে শীতের রাতে রাজবাড়ীর জেলা সদরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে হতদরিদ্র শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিলেন- রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম।

২৯ ডিসেম্বর-১৯ রোববার রাতে রাজবাড়ী জেলা প্রশাসকের উদ্যোগে- রাজবাড়ীর জেলা সদরের রাজবাড়ী সরকারি শিশু পরিবার (সরকারি এতিমখানা) এর এতিম শিশুদের মধ্যে ৯১ টি কম্বল বিতরণ করেন। আলহাজ্ব এম এ করিম শিশু সদন (এতিমখানা) এর এতিম শিশুদের মাঝে ২১ টি ও বরাট ইউনিয়নের গোপালবাড়ী গ্রামে পূর্বরাধাকান্তপুর জামে মসজিদ মাঠে ৭০ টি মোট= ১৮২ টি কম্বল বিতরণ করা হয়েছে।

এ কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এডিসি জেনারেল আশেক হাসান, এনডিসি মোঃ রফিকুল ইসলাম।

                         

* রাজবাড়ীর জেলা সদরের রাজবাড়ী সরকারি শিশু পরিবার (সরকারি এতিমখানা) এর এতিম শিশুদের মাঝে ৯১টি কম্বল বিতরন করা হয়।

                               

* আলহাজ্ব এম এ করিম শিশু সদন (এতিমখানা) এর এতিম শিশুদের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।

পরবর্তিতে, রাত সারে ৮.টার দিকে বরাট ইউনিয়নের গোপালবাড়ী গ্রামে পূর্বরাধাকান্তপুর জামে মসজিদ মাঠে রাত সারে.৮টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম নিজ হাতে হতদরিদ্র শীতার্ত মানুষের হাতে তুলে এ কম্বল তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন-এডিসি জেনারেল আশেক হাসান, এনডিসি মোঃ রফিকুল ইসলাম, এবং ইয়াং বাংলার জেলা সমন্বয়ক ও জনতার মেইল.কম এর সম্পাদক এস.এম. রিয়াজুল করিম।। এছাড়াও ছিলেন- আশার আলো স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক রাজু  (রাজা), সাধারন সম্পাদক সোহেল খান সহ বাচ্ছু খান, খায়রুল সরদার, রনি সরদার, রব খান প্রমূখ।

Comments

comments