স্টাফ রিপোর্টার।। মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়ানো ২ জন কে আটক করলো ফরিদপুর র্যাব-৮।
২৮ ডিসেম্বর-১৯ শনিবার রাত ৭.টা দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন শমেসপুর গ্রামের ইয়া গাউছুল আজম দস্তগীর হযরত সুফী কবির উল্লাহ খান শরীফ, দলিল উদ্দিন মোল্লার বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃত আসামীরা হলো- ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন শমেসপুর গ্রামের মৃত নাজির আহম্মেদের ছেলে জাকির হোসেন (৩৮) ও মৃত খবির উদ্দিন মোল্লার ছেলে লোকমান মোল্লা (৩৩)।
আটককৃত আসামীদ্বয়’কে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।
এক প্রেসবিজ্ঞপ্তিতে জনতার মেইলকে বিষয়টি জানিয়েছেন- র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পেরর সহকারি পরিচালক ও স্কোয়াড অধিনায়ক সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।