দৌলতদিয়া যৌনপল্লীর চাইল্ড ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ ,২৬ ডিসেম্বর, ২০১৯ | আপডেট: ১:২৫ অপরাহ্ণ ,২৮ ডিসেম্বর, ২০১৯
সমির কান্তি বিশ্বাস।। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী কেন্দ্রীক চাইল্ড ক্লাবের ৭ম সাধরন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
২৬ ডিসেম্বর-১৯ বৃহস্পতিবার চাইল্ড ক্লাবের নির্বাচন সংস্থার কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা মুক্তি মহিলা সমিতি (এমএমএস) এর তত্বাবধানে সারাদিন ভোটগ্রহন শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষনা করা হয়।এতে ২৫১ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয় লিজা আক্তার। আর ২৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয় সাধারন সম্পাদক।
এ উপলক্ষে, আয়োজিত আলোচনা সভায় চাইল্ড কাবের সভাপতি ফারহান আহমেদ ইয়াসিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথি- পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নূরে সফুরা ফেরদৌস, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আলিমুর রেজা, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীর, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম প্রমুখ।