আজ : বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ ,২৪ ডিসেম্বর, ২০১৯ | আপডেট: ৮:৩১ অপরাহ্ণ ,২৪ ডিসেম্বর, ২০১৯
রাজবাড়ী জেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

সমির কান্তি বিশ্বাস।। রাজবাড়ীর বালিয়াকান্দিতে চন্দনা নদীর তীরে অবৈধ দখলদার উচ্ছেদ করেছে রাজবাড়ী জেলা প্রশাসন। বাড়ী-ঘর, দোকানপাটসহ ৩৩টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

২৩ ডিসেম্বর-১৯ সোমবার দুপুরে জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান সোহাগ ও রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শেখের নেতৃত্বে ও জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেতুলিয়া বাজারের চন্দনা নদীর তীরে ৩৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শেখ বলেন, রাজবাড়ী জেলাতে আজই অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হলো। পর্যায়ক্রমে বালিয়াকান্দি, নারুয়া, মৃগী, পাংশাসহ জেলাব্যাপী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। ইতিমধ্যেই অবৈধ স্থাপনা মালিকদেরকে সরিয়ে নিতে নোটিশ প্রদান করা হয়েছে।

Comments

comments