৭৮৩ বোতল ফেনসিডিল ও আধাকেজি গাঁজাসহ আটক-৬; ফরিদপুর র্যাব
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ ,২৩ ডিসেম্বর, ২০১৯ | আপডেট: ৮:৪৯ অপরাহ্ণ ,২৩ ডিসেম্বর, ২০১৯
স্টাফ রিপোর্টার।। পৃথক অভিযান চালিয়ে ১টি মিনি ট্রাক ভর্তি ৭৮৩ বোতল ফেন্সিডিল ও ৪,৭০০ টাকাসহ ২ জন এবং ৫০০ গ্রাম গাঁজা ও ৮০০ টাকাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র্যাব। এ সময় আটকদের কাছ থেকে ১১টি সিমকার্ডসহ ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।
ফেনসিডিলসহ আটককৃতরা হলো- যশোর জেলার কোতয়ালী উপজেলার বসুন্দিয়া গ্রামের মোঃ মালেক মোড়লের ছেলে মোঃ মাসুম মোড়ল (২৮)ও মোঃ মোস্তফা মোল্লার ছেলে মোঃ ইমন মোল্লা (১৮)।
গাঁজাসহ আটককৃতরা হলো- ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার শংকর পাশা গ্রামের মোঃ সহিদ মোল্লার ছেলে মোঃ রকিব মোল্লা (২০), একই জেলা/উপজেলার সন্তোষী গ্রামের মৃত ওহাব বেপারীর ছেলে মোঃ শাহেদ আলী বেপারী (৩২),বাখুন্ডা গ্রামের মোঃ রহমান তালুকদারের ছেলে মোঃ হাফিজুল তালুকদার (৩২), মৃত কুদ্দুছ শেখ @ বিষু শেখের ছেলে মোঃ সুমন শেখ (২৫)।
গোপন সংবাদের ভিত্তিতে, র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পর কোম্পানী অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে- ২২ ডিসেম্বর-১৯ রোববার রাত সারে ৮.টার দিকে অভিযান চালিয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বাখুন্ডা রেলগেইটস্থ বনলতা নিরিবিলি হালিম কর্ণার দোকানের সামনে থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ রকিব মোল্লা (২০), মোঃ শাহেদ আলী বেপারী (৩২), মোঃ হাফিজুল তালুকদার (৩২)ও মোঃ সুমন শেখ (২৫) কে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে মাদক বিক্রিত নগদ ৮০০/- টাকা ও ৫টি সীমকার্ডসহ ৪টি মোবাইল জব্দ করা হয়।
পরবর্তীতে- দ্বিতীয় অভিযান চালিয়ে, ২৩ ডিসেম্বর-১৯ সোমবার গভীর রাতে অনুমান সারে ১২.টার দিকে মাদারীপুর জেলার শিবচর থানাধীন কাঠালবাড়ী ঘাট সংলগ্ন ৩নং ফেরীঘাটস্থ মা-বাবার দোয়া নামক হোটেলের সামনে রাস্তার উপর হতে একটি মিনি ট্রাক তল্লাশী করে ৭৮৩ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মোঃ মাসুম মোড়ল (২৮)ও মোঃ ইমন মোল্লা (১৮)কে আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে মাদক বিক্রিত ৪,৭০০/- (চার হাজার সাতশত) টাকা, ৩ টি সিমকার্ডসহ ২টি মোবাইল ফোন এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মিনি ট্রাক জব্দ করা হয়।
এ বিষয়ে, র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পর কোম্পানী অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান এক প্রেসবিজ্ঞপ্তিতে জনতার মেইলকে জানান- আটককৃত মোট ৬ জন আসামীদের নিকট থেকে সর্বমোট ৭৮৩ (সাতশত তিরাশি) বোতল ভারতীয় ফেন্সিডিল, ৫০০ গ্রাম গাঁজা,মাদক বিক্রিত নগদ ৫,৫০০/- টাকা, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ১১টি সিমকার্ড সহ ৭টি মোবাইল ফোন, এবং মাদকদ্রব্য ফেন্সিডিল পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মিনি ট্রাক জব্দ করা হয়। এছাড়াও উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত ফেন্সিডিল, গাঁজা ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানা এবং মাদারীপুর জেলার শিবচর থানায় পৃথক দুইট মামলা প্রক্রিয়াধীন আছে।