সমীর কান্তি বিশ্বাস।। শৈত্য প্রবাহ কমলেও কনকনে ঠান্ডায় গরম পোষাক ও কম্বল বেঁচা-কেনায় বেশ জমে উঠেছে রাজবাড়ীর কাপড়ের দোকানগুলোতে।
২২ ডিসেম্বর-১৯ রোববার বিকেলে ও সন্ধ্যার পরে সরেজমিনে রাজবাড়ী শহরের ১নং রেলগেট এলাকায় গিয়ে দেখা যায়- রেলওয়ের জায়গা দখল করে রেল লাইনের মধ্যে গড়ে উঠেছে অর্ধশতাধিক গরম কাপড়ের দোকান। শীত নিবারনের গরম পোষাক কেনার জন্য শত শত নারী-পুরুষ ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছে ওইসব দোকানগুলোতে এসব দোকানীরা শীতের পোষাক বিক্রিতে ব্যস্ত হয়ে উঠেছে।
অতি দুঃখের বিষয় জানাযায়- রেল লাইনের মধ্যে ফুটপাতের ওই সকল গরম কাপড়ের দোকানগুলোকে প্রতিদিন রাজবাড়ী রেলওয়ে কতৃপক্ষকে প্রতিটি দোকান হতে ৫০ টাকা করে চাঁদা দিতে হয়, আর ২০ টাকা করে খাজনার নামে চাঁদা তোলা হয় রাজবাড়ী পৌরসভার নাম করে।
গত বুধবার থেকে সারাদেশের ন্যায় রাজবাড়ীতেও শীতের কনকনে ঠান্ডায় অস্থির হয়ে উঠেছে। সকাল থেকে সূর্য্যরে মূখ দেখা যায়নি। গোবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে প্রত্যান্ত অঞ্চলের সাধারন মানুষ। শীত বস্ত্র বিতরনের জন্য প্রশাসনের পক্ষ থেকে ইতি মধ্যেই প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যেই বিভিন্ন ইউনিয়নের পক্ষ থেকে সরকারের বরাদ্দকৃত কম্বল বিতরণ করবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।