আজ : বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদারীপুর র‌্যাব কর্তৃক ইয়াবা ও গাঁজাসহ আটক-৩


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ ,১৯ ডিসেম্বর, ২০১৯ | আপডেট: ৯:২২ অপরাহ্ণ ,১৯ ডিসেম্বর, ২০১৯
মাদারীপুর র‌্যাব কর্তৃক ইয়াবা ও গাঁজাসহ আটক-৩

উজ্জ্বল চক্রবর্ত্তী।।  ২৫ পিস  ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রিত নগদ ৯৫০০/-(নয় হাজার পাঁচশত) টাকাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদারীপুর র‌্যাব। এ সময়, তাদের কাছ থেকে ৫টি সীমকার্ড সহ ৪টি মোবাইল ফোন সেট ও উদ্ধার করা হয়।

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে ১৯ ডিসেম্বর-১৯ বৃহস্পতিবার রাত্র আনুমানিক দেড় টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন পাতরাইল দিঘীরপাড় (উথুলী) গ্রামে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ব্রাহ্মনপাড়া গ্রামের ইদ্রিস সরদারের ছেলে হারুন সরদার (৩০) ও মাদারীপুর জেলার শিবচর উপজেলার খাড়াকান্দি গ্রামের আবুল কাশেম আকনের ছেলে খোকন আকন (২৩) এবংফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ব্রাহ্মনপাড়া গ্রামের মৃত শাহ আলম মাতুব্বরের ছেলে শাহীন মাতুব্বর (৩৩)।

ধৃত আসামীদেরকে উদ্ধারকৃত ইয়াবা, গাঁজা ও অন্যান্য আলামত সহ ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Comments

comments