আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে অটোরিক্সা চাপায় ৫ বছরের এক শিশুর মৃত্যু


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ ,১৭ ডিসেম্বর, ২০১৯ | আপডেট: ৭:০৯ অপরাহ্ণ ,১৮ ডিসেম্বর, ২০১৯
গোয়ালন্দে অটোরিক্সা চাপায় ৫ বছরের এক শিশুর মৃত্যু

গোয়ালন্দ সংবাদদাতা।। দ্রুত গতির অটোরিক্সা চাপায় লামিয়া আক্তার নিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাপ মন্ডলের পাড়া গ্রামের লাল মিয়া মন্ডলের মেয়ে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫.টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডলের পাড়া গ্রামের সড়কে দু’টি অটোরিক্সা প্রতিযোগিতা করে চালাচ্ছিল। এসময় ওই শিশু একটি অটোরিক্সার নিচে চাপা পরে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বিষয়টি নিশ্চিত করে জানান, দায়ী অটোরিক্সা ও তার চালককে আটকের চেষ্টা চলছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

comments