নিজ্বস্ব প্রতিনিধি।। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে যখাযোগ্য মর্যাদায় বীর শীহদদের প্রতি শ্রদ্ধা জানালানে জনতার মেইল.কম ও রাজবাড়ী ডিজিটাল প্রেসক্লাব।
দিবসটি উপলক্ষে, ১৬ই ডিসেম্বর-১৯ সোমবার সকাল ৮.টায় রাজবাড়ী জেলা শহরের পৌর নিউ মার্কেটের জনতার মেইল.কম কার্যালয়ে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পতাকা উত্তোলনের পর, কার্যালয়ে মহান মুক্তিযুদ্ধের মহানায়ক জাতীর জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
পরে, কার্যালয় থেকে একটি বিজয় র্যালী বের হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে রেলগেটে এলাকায় গিয়ে শহীদ স্মৃতি চত্ত্বরে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে বীর শহীদদের প্রতি জানানো হয় শ্রদ্ধাঞ্জলী।
এ সময়- “জনতার মেইল.কম” এর সম্পাদক ও রাজবাড়ী ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি এস.এম. রিয়াজুল করিম, “জনতার মেইল.কম” এর স্টাফ রিপোর্টার ও রাজবাড়ী ডিজিটাল প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদ উজ্জ্বল চক্রবর্ত্তী, রাজবাড়ী ডিজিটাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন, সহসভাপতি আলমাস আলী, সাংগঠনিক সম্পাদক ও বিশেষ প্রতিনিধি সমির কান্তি বিশ্বাস, আব্দুর রাজ্জাক রাজু , ফজলুর রহমান (ফজলু) ও “জনতার মেইল.কম” সম্পাদকের কন্যা ফারজানা ইয়াসমিন কবিতা প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।