মাদারীপুর র্যাব কর্তৃক ইয়াবাসহ আটক-১
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ ,১৩ ডিসেম্বর, ২০১৯ | আপডেট: ৬:৪৯ অপরাহ্ণ ,১৫ ডিসেম্বর, ২০১৯
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ ,১৩ ডিসেম্বর, ২০১৯ | আপডেট: ৬:৪৯ অপরাহ্ণ ,১৫ ডিসেম্বর, ২০১৯
স্টাফ রিপোর্টার।। ৫১ পিস ইয়াবাসহ মোঃ জামাল কাজী (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদারীপুর র্যাব-৮। এসময় তার কাছ থেকে মাদক বিক্রিত নগদ ৫০০/-টাকা ও ২টি সিমকার্ডসহ ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে ১৩ ডিসেম্বর-১৯ শুক্রবার দুপুর সারে ১২.টার দিকে মাদারীপুর জেলার সদর থানাধীন দক্ষিণ খাগছাড়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি- মাদারীপুর জেলা সদরের খৈয়ারডাঙ্গা গ্রামের মৃত চান মিয়া কাজীর ছেলে।
ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।