রাজবাড়ীতে উদযাপিত হলো ডিজিটাল বাংলাদেশ দিবস-১৯
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ ,১২ ডিসেম্বর, ২০১৯ | আপডেট: ১০:২৮ অপরাহ্ণ ,১৩ ডিসেম্বর, ২০১৯
সমির কান্তি বিশ্বাস।। সত্য মিথ্যা যাচাই আগে , ইন্টারনেটে শেয়ার পরে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে ১২ই ডিসেম্বর-১৯ বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসক এর আম্র কানন থেকে একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এর পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় “সত্য মিথ্যা যাচাই আগে , ইন্টারনেটে শেয়ার পরে” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের স্বভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলসাদ বেগম , জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আঃ জব্বার, মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিডিএলজি বাকাইদ হোসেন।অন্যান্যদরে মধ্যে সমাজ সেবা কর্মকর্তা রুবাইয়াত ফেরদৌস হেসেন, পরিবার পরিকল্পনার উপপরিচালক মোঃ গোলাম আজম , সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন খোলা কাগজ জেলা প্রতিনিধি ও রাজবাড়ী ডিজিটাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন ও প্রথম আলো জেলা প্রতিনিধি এজাজ আহমেদ, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন খাদিজাতুল কোবরা ও মোঃ রাতুল ইসলাম প্রমুখ।
বক্তারা ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে বলেন, প্রযুক্তির ব্যাবহারে বাংলাদেশ ডিজিতাল এর দিক এগিয়ে যাচ্ছে । এখন ফেসবুক একটি বড় প্রচার মাধ্যম । এই ফেসবুকে না জেনে না বুঝে কোন কিছু শেয়ার না দেওয়ার জন্য অনুরোধ জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, এখন আমরা ডিজিটাল দেশে বসবাস করছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একটি বড় মাধ্যম। মুহূর্তেই যেকোন কিছু ফেসবুকে পোষ্ট করলে হাজারো মানুষ দেখতে পায়। দেশে প্রায় এক তৃতীয়াংশ মানুষ ফেসবুক ব্যাবহার করে। এর পূর্বে অনেক গুজব ফেসবুকের মাধ্যমেই প্রচার হয়েছে। সক্রেটিস এর ট্রিপল থ্রী এর উদাহরন দিয়ে তিনি সবার উদ্দেশ্যে তিনি বলেন ফেইসবুকে আমরা যা শেয়ার করছি তা সত্য ক না , সমাজের কোন উপকারে আসবে কিনা , সেটা আসলেই ভালো কিনা জেনে বুঝে করতে হবে। ”
আলোচনা অনুষ্ঠানের পর বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী তিনজন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলেদেন অতিথিরা।