পিরোজপুর সংবাদদাতা-জাহিদ হাসান।। পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ফারমীন মৌলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা ছাত্রলীগ।
১০ ডিসেম্বর-১৯ মঙ্গলবার রাত ৮:টার দিকে ঢাকা থেকে বাড়ি ফেরার সময় বাগেরহাট চিতলমারী নামক এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হয় ফারমিন মৌলী।
ফারমিন মৌলী ছিলেন- নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন খানের মেজো মেয়ে এবং পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক এবং মুক্তিযুদ্ধ মঞ্চ পিরিজপুর জেলা শাখার নব কমিটির সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, শৈলদাহ নামক স্থানে তার মামার সাথে মটর বাইকে রাস্তার এক পাশে দাঁড়ানো ছিলেন, ইতিমধ্যে একটা এম্বুলেন্স এসে তাদেরকে ধাক্কা দিলে তারা ছিটকে রাস্তায় পড়ে যান এবং অপর দিক থেকে আসা ঢাকাগামী দোলা পরিবহন এসে মৌলির মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মামা মোঃ রাকিব হোসেন ওই দুর্ঘটনা থেকে বেঁচে গেলেও এখনো পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। তিনি, ছিলেন নাজিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা।
ফারমিন মৌলীর এই অকাল মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন পিরোজপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন, পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল, মুক্তিযুদ্ধ মঞ্চ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ হাসানসহ প্রমূখ।
*পিরোজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস.এম. বায়েজিদ হোসেন বলেন এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশের ভাষা আমার জানা নেই। তিনি বলেন পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ্রজিৎ হালদার বাবুর মৃত্যুতে শূন্যতার সৃষ্টি হয়েছিল যা কখনোই পূরণ হবে না এখন আবার মৌলীর এই অকাল মৃত্যু তে আরেকটা শূন্যতার সৃষ্টি হল।
*পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল বলেন মৌলী আমাদের অত্যন্ত স্নেহের ছোট একটা বোন ছিল ওর কথাবার্তায় আমরা কখনো কোনো কষ্ট পাইনি তাই আমরা সত্যিই গভীর ভাবে শোক প্রকাশ করছি।
*মুক্তিযুদ্ধ মঞ্চ পিরোজপুর জেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক: সাজ্জাদ হাসান বলেন মুক্তিযুদ্ধ মঞ্চ নবাগত কমিটির এই শূন্যতা কখনোই পূরণ হবে না আর তাই আমরা মুক্তিযুদ্ধ মঞ্চ পিরোজপুর জেলা শাখা কমিটি মৌলীর অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।