স্টাফ রিপোর্টার।। ৬০ হাজার জাল (৬০০টি ১০০টাকার জালনোট) টাকা ও জালনোট বিক্রিত নগদ ১৭৯০/-টাকাসহ দুইজন জালটাকা ব্যবসায়ীকে আটক করেছে মাদারীপুর র্যাব-৮। এ সময়, ব্যবসার কাজে ব্যবহৃত ৪টি সিমকার্ডসহ ২টি মোবাইল ফোন উদ্ধার করেন।
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে ১১ ডিসেম্বর-১৯ বুধবার বিকেল সারে ৪.টার দিকে শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন হাওলাদার কান্দি গ্রামস্থ মাঝিরঘাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলো- শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চাকধ্ গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ নাসির উদ্দিন (৪৫)এবং মুকুন্দ চন্দ্র বাড়ৈর ছেলে মিলন বাড়ৈ (৩৫)।
ধৃত আসামীদেরকে উদ্ধারকৃত জালনোটসহ শরীয়তপুর জেলার জাজিরা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার জাজিরা থানায় একটি স্পেশাল পাওয়ার এ্যাক্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।