ভুয়া ফেইসবুক আইডি পরিচালক র্যাবের হাতে আটক
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ ,৮ ডিসেম্বর, ২০১৯ | আপডেট: ১০:৪০ অপরাহ্ণ ,৯ ডিসেম্বর, ২০১৯
স্টাফ রিপোর্টার।। ছাত্রীর ছবি ও নাম ব্যবহার করে ভুয়া ফেইসবুক আইডি খুলে আপত্তিকর ছবি ও ভিডিও পোস্ট করার অভিযোগে মোঃ রোমান খান (২৪) কে আটক করেছে পটুয়াখালী র্যাব-৮।
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে- ৭ ডিসেম্বর-১৯ শনিবার রাত সারে ১০.টার দিকে পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন তেতুলতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি-পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ডাকুয়া গ্রামের মোঃ হাবিব খানের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায় যে, আনুমানিক ১৫ দিন পূর্বে ভিকটিমের পিতা মোবাইল মেরামত করার জন্য তেতুলতলা বাজারে গেলে সেখানে উক্ত মোবাইল থেকে ভিকটিমের বেশ কয়েকটি ছবি অভিযুক্ত মোঃ রোমান খান কৌশলে নিয়ে নেয়।
পরে, আনুমানিক ৫দিন পূর্বে অভিযুক্ত মোঃ রোমান খান ভিকটিমের সংগৃহিত সেই ছবি দিয়ে ও নাম ব্যবহার করে ভুয়া ফেইসবুক আইডি খুলে বিভিন্ন ধরণের আপত্তিকর ছবি ও ভিডিও পোস্ট দিতে থাকে। বিষয়টি ভিকটিমের পরিবারের সদস্যদের নজরে আসলে, তারা আইনগত প্রতিকার চেয়ে পটুয়াখালী ক্যাম্প বরাবর অভিযোগ দায়ের করেন।
ওই অভিযোগের প্রেক্ষিতে,তথ্যপ্রযুক্তির সহায়তায় পটুয়াখালী র্যাব তাকে আটক করে। এসময় ভুয়া ফেইসবুক আইডি খোলা মোবাইল ও সিম জব্দ করা হয়।
এসংক্রান্তে ভিকটিমে বড় বোন বাদী হয়ে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। আটককৃত আসামীকে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়।