উজ্জ্বল চক্রবর্ত্তী।। একই দিন পৃথক অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা সহ দুইজন ও ৩ কেজি গাঁজাসহ দুইজন এবং ৪০ বোতল ফেনসিডিলসহ একজন মোট ৫জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজবাড়ী জেলা ডিবি পুলিশ। ৬ ডিসেম্বর-১৯ শুক্রবার রাতে এ অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশসূত্রে জানাযায়-রাজবাড়ী পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের ওসি মোঃ ওমর শরীফের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মোঃ মেহেদী হাসানসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স রাজবাড়ী সদর থানাধীন বাগমারা মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে ৩৫০পিস ইয়াবাসহ মোঃ উজ্জ্বল মোল্লা (৩২)ও মোঃ ফিরোজ হোসনে (৩৩) কে আটক করে।
অন্য আরো দুটি অভিযান চালিয়ে- ৩ কেজি গাঁজাসহ মোছাঃ রসুনা (৫৫) ও মোছাঃ রোমেলা কে আটক করে।
৪০ বোতল ফেনসিডিলসহ মোছাঃ রোকসানা (৪৫) কে আটক করা হয়।
পরবর্তিতে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, ৩৫০ পিচ ইয়াবা ট্যাবলেটের অবৈধ বাজার মূল্য (৩৫০x৩০০)= ১,০৫,০০০/-(এক লক্ষ পাঁচ হাজার) টাকা, ৩ কেজি গাঁজার অবৈধ বাজার মূল্য (৩x১৫০০০)= ৪৫,০০০/-(পাঁচচল্লিশ হাজার) টাকা এবং ৪০ (চল্লিশ) বোতল ফেনসিডিলের অবৈধ বাজার মূল্য (৪০x৮০০)= ৩২,০০০/-(বত্রিশ হাজার) টাকা।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।