আজ : বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুর র‌্যাব কর্তৃক রাজবাড়ীতে ১কেজি গাঁজাসহ আটক-২


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ ,৫ ডিসেম্বর, ২০১৯ | আপডেট: ৬:১৩ অপরাহ্ণ ,৭ ডিসেম্বর, ২০১৯
ফরিদপুর র‌্যাব কর্তৃক রাজবাড়ীতে ১কেজি গাঁজাসহ আটক-২

রাজবাড়ী জেলা প্রতিনিধি।। ১কেজি ৪০গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮। এ সময়. মাদক বিক্রিত নগদ ৬,৫০০/- টাকা ও ২টি সীমকার্ডসহ ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

৪ ডিসেম্বর-১৯ বুধবার সন্ধ্যা ৬.টার দিকে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন ভবানীপুর পান্না চত্তর নিউমার্কেট এলাকা হতে ৪০গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ শামীম মিয়া (২৮) কে আটক করা হয়। সে রাজবাড়ী জেলা সদরের রামকান্তপুর গ্রামের মোঃ বাদশা মিয়ার ছেলে।

দ্বিতীয় অভিযানে, রাত সারে ৯.টার দিকে রাজবাড়ী জেলা সদরের সাভার গ্রামস্থ মোঃ হাফিজুল মিয়া @  হাবী’র বসত বাড়ী অভিযান চালিয়ে ১কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ হাফিজুল মিয়া @  হাবী (৬০) কে আটক করা হয়। সে রাজবাড়ী জেলা সদরের সাভার গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে।

এ বিষয়ে, র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পর কোম্পানী অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান জনতার মেইলকে জানান- ধৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য গাঁজা নিজ হেফাজতে রেখে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানা এলাকায় এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করে থাকে।

উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়কে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় হস্তান্ত করে আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুইটি পৃথক মামলা রুজু করা হয়েছে।

Comments

comments